বিজ্ঞানের নিউট্রিনো রহস্য
নিউট্রিনো রহস্য
কিন্তু এর বাইরেও আছে আরো কিছু কণা। এরকমই একটা কণা নিউট্রিনোর ওপর গবেষণার জন্যে এবছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন দু’জন বিজ্ঞানী।
এরা হলেন জাপানের তাকাআকি কাজিতা এবং ক্যানাডার আর্থর বি ম্যাকডোনাল্ড।
পদার্থের একটি কণা- নিউট্রিনোর যে ভর আছে সেটা আবিষ্কার করার জন্যেই তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
মহাবিশ্বের খুব সাধারণ একটি কণা- নিউট্রিনো।BBC
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস বলছে, এই কণা সম্পর্কে যুগান্তকারী কিছু আবিষ্কার করেছেন এই দু’জন বিজ্ঞানী।
পরীক্ষা করে তারা নিশ্চিত করেছেন যে নিউট্রিনোর ভর আছে। এবং এই আবিষ্কারের ফলে পদার্থ কিভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের ধারণা বদলে যেতে পারে।
এই মহাবিশ্বের ইতিহাস, গঠন ও ভবিষ্যৎ বুঝতেও এই আবিষ্কার আমাদেরকে সাহায্য করবে।
এই কণাটিকে বলা হয় সুপারহিরো কণা।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.