Header Ads



বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত।


লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 
যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন প্রকার কর্মসূচীর আয়োজন করা হয়। 

বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মতিন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবদুল আজিম শাকিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ট্রেনিং কডিনেটর (ডিটিসি) সুপ্রতিম সরকার,  মোঃ অহিদুজ্জামান বেগ বাবলু, সাবেক কো-অপ্ট সদস্য, ম্যানেজিং কমিটি এছাড়া এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান মো: নিজাম উদ্দীন; সহকারি প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা; সহকারি শিক্ষক মিজানুর রহিম, তপন চন্দ্র মজুমদার, মানোয়ার হোসেন, শাহানা আক্তার, নিলীমা চক্রবর্তী, মো: ওয়াহিদুন্নাবী, মোশারেফ হোসেন, জহির উদ্দিন বাবার, সাথী রানী চৌধুরী, উম্মে কুলসুম, সুজন চন্দ্র পাল, নূরুল হুদা প্রমুখ।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল এর মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতরি জনক বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমান ও ১৫ আগষ্ট ১৯৭৫ সালে শাহাদাৎ বরণকারী সকলের আত্নার শান্তি কামনা করা হয়।

জেলা শিক্ষা অফিসার বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ করেন।

1 টি মন্তব্য:

Please validate the captcha.

mrinalmsc. enot-poloskun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.