লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বাতায়ন ও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ২৪ টি বিদ্যালয়ের শিক্ষকদেরকে শিক্ষক বাতায়ন ও বিষয় ভিত্তিক শিক্ষকদের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়েছেন ২০২১ সালের মধ্যে নয় লক্ষ শিক্ষক বাতায়নের সদস্য ভুক্ত হবে। সেজন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুরের জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মতিন তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়নের জন্য উপস্থিত সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথির লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব সদরকে শতভাগ শিক্ষক বাতয়নের সদস্য করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করনে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন। অনুষ্ঠানে ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইসিটিতে দক্ষ একজন শিক্ষক ও ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নকারী একজন শিক্ষক সহ প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষকসহ প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষক বাতায়নের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও জেলা অ্যাম্বাসেডর মৃণাল কান্তি সাহা, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও জেলা অ্যাম্বাসেডর মো: সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের সহকারি শিক্ষক ও জেলা অ্যাম্বাসেডর টুটুল চন্দ্র মজুমদার এবং চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও জেলা অ্যাম্বাসেডর মো: মাছুম বিল্লাহ। অনুষ্ঠানের সর্বিক সহযোগিতা করেন লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নূর হোসেন।
লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মতিন এর নির্দেশনায় লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব এর তত্ত্বাবধানে উক্ত লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের এ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের নির্ভরযোগ্যতা বাস্তবায়নের জন্য শিক্ষকদেরকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অ্যাসাইনমেন্ট এর প্রয়োজনীয়তা, মূল্যায়নের নির্ভরযোগ্যতা, বিষয় ভিত্তিক শিক্ষকদের করণীয় ও প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে আলোচনা হয়।
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেন সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, মডারেশন ও উত্তরপত্র মূল্যায়ন (বিডু) এর মাষ্টার ট্রেইনার মৃণাল কান্তি সাহা, সহকারি প্রধান শিক্ষক, বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.