Header Ads



লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২০২১

লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২০২১ গতকাল চারটি কেন্দ্রে সকাল ১০.০০ টা থেকে বিকাল ০৪.০০ টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। মোট ৮২৬ জন ভোটারের মধ্যে ৭৪৮ জন ভোটার ভোট প্রদান করেন। ভোটারদের উপস্থিতি ছিল ভালো। 



নির্বাচনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ভোটের ফলাফল যারা নির্বাচিত হন তাঁরা হলো-
১. মোঃ নুরুল ইসলাম - সভাপতি 
২. মোঃ আবুল খায়ের - সহ-সভাপতি 
৩. মৃণাল কান্তি সাহা - সহ-সভাপতি 
৪. মোঃ ইসমাইল হোসেন - সহ-সভাপতি 
৫. মোহাম্মদ মাহাবুবুর রহমান - সহ-সভাপতি 
৬. মোঃ তাজউদ্দিন তাজল - সহ-সভাপতি 
৭. মুহাম্মদ রুহুল আমিন - সাধারণ সম্পাদক 
৮. নূর হোসেন - যুগ্ম সম্পাদক 
৯. মোঃ মনোয়ার হোসেন - যুগ্ম সম্পাদক 
১০. মোঃ আবদুর রব হেলাল - সাংগঠনিক সম্পাদক 
১১. কামাল হোসেন - সাংগঠনিক সম্পাদক 
১২. মাছুম বিল্লাহ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক 
১৩. রাহেনা বেগম - মহিলা সম্পাদক 
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে
১৪. মোঃ দেলোয়ার হোসেন - অর্থ সম্পাদক 
১৫. মোহাম্মদ সলিমুল্লাহ - সহ অর্থ সম্পাদক 
১৬. আবদুর রশিদ - প্রচার ও প্রকাশনা সম্পাদক 
১৭. মোঃ আবদুল করিম - সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক 
১৮. মোহাম্মদ ইসমাইল হোসেন - দপ্তর সম্পাদক
১৯. মোঃ আবুল খায়ের - ক্রীড়া সম্পাদক 
২০. মোঃ আকতার হোসেন - ধর্ম বিষয়ক সম্পাদক (ইসলাম) 
২১. নিমাই চন্দ্র দেবনাথ - ধর্ম বিষয়ক সম্পাদক (সংখ্যালঘু সম্প্রদায়) 

মৃণাল কান্তি সাহা, শিক্ষক ও লেখক

কোন মন্তব্য নেই

Please validate the captcha.

mrinalmsc. enot-poloskun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.