মৃণাল কান্তি সাহা, শিক্ষক ও সৃজনশীল প্রশ্নের মাস্টার ট্রেইনার:// বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট এর একজন মূল্যায়ন বিশেষজ্ঞ জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি ২০১৪ সাল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকায় প্রেষণে কর্মরত আছেন। ২০০৩ সালে ২২ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগদানকৃত এই মেধাবী শিক্ষক বেডুতে যোগদানের পর থেকেই বাংলাদেশের সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বাস্তবায়নের জন্য একজন নিরলস কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। গবেষণা করছেন পাশাপাশি দেশের এই প্রান্ত থেকে ঐ প্রান্তে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। শুধু মনে এই আশা নিয়ে যে, সঠিক সৃজনশীল শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা সুনাগরিক হয়ে যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে নিজের অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে রুপান্তরিত করতে পারে।
|
Md. Saiful Islam |
মুহাম্মদ সাইফুল ইসলাম একজন সুদক্ষ ট্রেইনার, তিনি যখন প্রশিক্ষন দেন তখন তাঁর হাস্যোজ্জ্বল মুখ, বিষয় ভিত্তিক জ্ঞানের প্রখরতা, সহজ ও সাবলিলভাবে বিষয়বস্তু উপস্থাপন, ট্রেনিদের প্রতি আন্তরিকতা সকলকে মুগ্ধ করে। সত্যিই বর্তমান সময়ে এমন শিক্ষক পাওয়া দুর্লভ।
তিনি গণিত ও উচ্চতর গণিতের মতো জটিল বিষয়ে সৃজনশীল পদ্ধতি যেভাবে সহজ করে উপস্থাপন করেন মনে হয় তিনি যদি সম্ভব হতো এই দেশের সকল গণিত শিক্ষককে প্রশিক্ষন দিলে আজ শিক্ষকদের মাঝে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রতি ভীতি থাকতো না। তাঁর এই আন্তরিক ও নিরলস প্রচেষ্টা শুধু শিক্ষার্থীদের মেধার সঠিক বিকাশ ও নির্ভরযোগ্য মূল্যায়নের স্বার্থেই। সে জন্যই অক্লান্তভাবে সবসময় কাজ করে যাচ্ছেন বেডুর সাথে একজন কর্মী হিসেবে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিরসফল বাস্তবায়নর উদ্দেশ্যে।
এই মেধাবী ও গণিতের সৃজনশীল প্রশ্ন পদ্ধতির যাদুকর পদার্থ বিজ্ঞান বিষয়ের একজন সহযোগী অধ্যাপক।
তাঁর জন্মস্থান মাঠপাড়া, মুন্সীগঞ্জ জেলায়। ১৯৯০ সালে কে.কে.গভর্ণমেন্ট ইনস্টিটিউশন থেকে এসএসসি, ১৯৯২ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৬-১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.