Header Ads



নোবেল বিজয়ী বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলা সাহিত্যের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জমিদার বংশ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে ১২৬৮ বাংলা সালের ২৫ বৈশাখ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতার নাম সারদা সুন্দরী দেবী।বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষেরা বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে  বসবাস করতেন। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১৩৪৮ সালের বাইশে শ্রাবণ (০৭.০৭.১৯৪১ খিষ্টাব্দ) কলকাতায় পৈতৃক বাড়িতে মৃত্যু বরণ করেন। 


বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর

তিনি কবি, নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ভাষাবিদ, সংগীতজ্ঞ, গল্পকার, চিত্রশিল্পী ও দার্শনিক ছিলেন। তাঁর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থ  ১৯১০ সালে প্রকাশিত হয়। তিনি ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন ১৯১৩ খ্রিষ্টাব্দে। তিনি শিক্ষার জন্য ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠিত করেন ১৯২৩ খ্রিষ্টাব্দে। বাংলা সাহিত্যের এমন কোনো জায়গায় নেই যেখানে তাঁর ছোঁয়া লাগেনি।


কোন মন্তব্য নেই

Please validate the captcha.

mrinalmsc. enot-poloskun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.