লক্ষ্মীপুরে শিক্ষকদের ছয় দিনব্যাপী ধারাবাহিক মূল্যায়ন (CA) প্রশিক্ষণ শুরু।
মৃণাল কান্তি সাহা/// লক্ষ্মীপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর আওতায় মাধ্যমিক/দাখিল পর্যায়ে ধারাবাহিক মূল্যায়ন (CA) বিষয়ক মাঠ পর্যায়ে ছয় দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। লক্ষ্মীপুর জেলার কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় মোট পাঁচ বিষয়ের প্রায় দুই শত শিক্ষকদের নিয়ে অদ্য সকাল নয় ঘটিকা থেকে প্রশিক্ষণ শুরু বিকাল ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান ছিল।
প্রশিক্ষণের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মতিন। তিনি প্রশিক্ষনার্থীদেরকে মনযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ ও তা বিদ্যালয়ে যথাযথভাবে বাস্তবায়নের জন্য দিগ নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণের সমন্বয়ক ও লক্ষ্মীপুর জেলা ডিটিসি সুপ্রতীম কুমার সরকার; প্রধান প্রশিক্ষক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার, রামগঞ্জ শরীফুল্লাহ আস শামস এবং মাষ্টার ট্রেইনারগণ।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.