এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সারাদেশে আজ রবিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড সমূহ, স্থানীয় প্রশাসন ও পরীক্ষার কেন্দ্র সমূহ। শিক্ষা মন্ত্রণালয় নকলমুক্তভাবে এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য গত সোমবার থেকে দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখা নির্দেশ দিয়েছেন।
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এ বছরের এসএসসি পরীক্ষা। বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের সংক্রামনের পরবর্তি সময়ে দীর্ঘ আঠারো মাস পর দেশে প্রথম পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ করছে এ দেশের কোমলমতি শিক্ষার্থীরা। কোভিড মহামারী পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে নজর দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সমূহ বাড়তি প্রস্তুতি নিতে নির্দেশনা প্রদান করেছেন সংশ্লিষ্ট পরীক্ষার কেন্দ্র সমূহকে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর আওতাধীন কেন্দ্র সমূহ স্বাস্থ্যবিধি মেনে প্রতি বেঞ্চে দুই জন করে বসানো, করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাত জীবাণুমুক্ত করা এবং তাপমাত্রা যন্ত্র দ্বারা পরীক্ষার কেন্দ্রের প্রবেশ মূখে পরীক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করছে। পরীক্ষার্থীদের শরীরের তাপমাত্রা বেশি হলে এবং কোভিডের উপসর্গ থাকলে তাকে আলাদা রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে প্রস্তুতি নিয়ে রেখেছেন কেন্দ্র সমূহ।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিল্লা জিলা স্কুল কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। কেন্দ্রে প্রবেশের সময় বোর্ডের চেয়ারম্যান মহোদয় নিয়ম অনুযায়ী শরীরের তাপমাত্রা পরিমাপ করে কেন্দ্রে প্রবেশ করেন। তিনি পরীক্ষার কক্ষ সমূহে প্রবেশ করে পরীক্ষা কক্ষের অবস্থা কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরীক্ষার কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও কেন্দ্রের পরিবেশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর এসএসসি পরীক্ষার মোট পরীক্ষার্থী সংখ্যা দুই লক্ষ চব্বিশ হাজার আটশত চুয়াত্তর জন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনার আলোকে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় দ্রুত ফলাফল প্রকাশের জন্য ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছন। বোর্ডের আওতাধীন জেলা সমূহ থেকে দ্রুত সময়ে পরীক্ষার উত্তরপত্র গ্রহণের জন্য বোর্ডের ব্যবস্থাপনায় প্রতি দিনের পরীক্ষা শেষে উত্তরপত্র বোর্ডে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এ বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠভাবে গ্রহণ ও দ্রুত ফলাফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম সহ পরীক্ষা শাখার সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছেন।আশাকরা যাচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোমলমতি শিক্ষার্থীরা আবারও তাদের স্বাভাবিক শিক্ষা জীবনে নিজেকে সম্পৃক্ত করতে পারবে।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.