কুমিল্লা বোর্ডে পাস ৯৬ দশমিক ২৭ শতাংশ, ফল পুন:নিরীক্ষণের আবেদনের শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২২
২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নতুন বছরের পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
মূল অনুষ্ঠানটি হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বেলা ১১টায় সেখানেই সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায় যে, পাশের হার ৯৬.২৭%। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তারই ধারাবাহিকতায় ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলও সম্পূর্ন ডিজিটাল পদ্ধতিতে অদ্য ৩০ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নিবিড় তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় মোট ২,১৯,৭০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ২,১১,৫০৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৪,৬২৬। শতভাগ পাস করা প্রতিষ্ঠান ৩৫৫ টি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম এক বার্তায় এসএসসি পরীক্ষা ২০২১ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, প্রত্যবেক্ষক, প্রধান পরীক্ষক, পরীক্ষক, নিরীক্ষক ও বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীসহ পরীক্ষার কাজে নিয়োজিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কুমিল্লা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম যথাসময়ে পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র বিতরণ ও ফলাফল প্রস্তুতির জন্য একজন দক্ষ কর্মকর্তা হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাছাড়া পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও কম্পিউটার শাখার কর্মকর্তা-কর্মচারীরা নিরলশ পরিশ্রম করে খুব কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের ব্যবস্থা গ্রগণ করে।
গত নভেম্বর মাসে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ফলাফল বোর্ড সমূহ দ্রুত ময়ের মধ্য আজ প্রকাশ করে। করোনার কারনে এবছর পরীক্ষার্থীরা গ্রুপের তিনটি বিষয়ে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করে। বাকি বিষয় সমূহ জেএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে সমন্বয় করে এবছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে, পরীক্ষার্থীরা ফলাফল পুন:নিরীক্ষণের জন্য এসএমএস এর মাধ্যমে ৩১ ডিসেম্বর ২০২১ খ্রি. থেকে ০৬ জানুয়ারি ২০২২ খ্রি. পর্যন্ত টেলিটক বাংলাদেশ লি. এর মাধ্যমে আবেদন করতে পারবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার ভুল-ক্রটি পরিলক্ষিত হলে, তা অবশ্যই ফল প্রকাশের দিন হতে ৩০ (ত্রিশ) দিনের মধ্য পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে অবহিত করতে হবে।
বেশ কয়েক বছর ধরে দেশে ফেব্রুয়ারিতে মাধ্যমিকের পরীক্ষা হয়ে আসছিল। কিন্তু কোভিড পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার নয় মাস পিছিয়ে ১৪ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়।
দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে ২০২০ সালের মার্চে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। তাতে দশম শ্রেণিতে আড়াই মাস শ্রেণীকক্ষে ক্লাস করার সুযোগ পায় এবারের এসএসসি পরীক্ষার্থীরা।
অনলাইনে ক্লাস চললেও ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার পর দেড় মাস শ্রেণিকক্ষে ক্লাস করে এসএসসি পরীক্ষায় বসতে হয়েছে তাদের।
করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে এ বছর পরীক্ষাও হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তিন ঘন্টার পরিবর্তে পরীক্ষা হয়েছে দেড় ঘন্টায়। কেবল তিনটি গ্রুপ বিষয়ের পরীক্ষায় বসতে হয়েছে শিক্ষার্থীদের।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.