বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। আমাদের প্রিয় এই দেশের ইতিহাসের শ্রেষ্ঠতম গৌরব অর্জন ও অহংকারের দিন। পৃথিবীর মানচিত্রে এ জাতির বীরত্বের আত্মপ্রকাশের দিন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, মহান স্বাধীনতার স্থপতি, নায়ক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজকের এই দিনে ১৯৭১ সালে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জন্ম হয়।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন বাংগাখাঁ উচ্চ বিদ্যালয় সারাদেশের ন্যায় দিবসটি যথাযথভাবে পালন করে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসকে তাৎপর্যপূর্ণ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আজকের এ দিনে দেশের বীর সূর্য সন্তান চার জন বীর মুক্তিযোদ্ধাদের কে নিয়ে দিবসটি পালন করে। আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: রফিক উল্যা (মিরিকপুর),বীর মুক্তিযোদ্ধা মো: ছানা উল্যাহ ভূঁইয়া (আটিয়াতলী), বীর মুক্তিযোদ্ধা মো: ইসমাইল হোসেন (বাংগাখাঁ) এবং বীর মুক্তিযোদ্ধা নূরের নবী চৌধুরী (বাংগাখাঁ)। শিক্ষার্থীরা আজকের এই দিনে দেশের বীর সন্তানদেরকে অতিথি হিসেবে পেয়ে আনন্দে আত্মহারা এবং গর্বিত।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, ৭ মার্চের ভাষন, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
আলোচনা সভায় সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধাগণ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং গভীর শ্রদ্ধাভরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ, সেক্টর কমান্ডারগণ সহ সংশ্লিষ্ট সকলকে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দীন এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আবদুল আজিম শাকিল।
আলোচনায় প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দীন বলেন আজকের এদিনে বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা প্রদান করে এবং উনাদের উপস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ গর্বিত।
আলোচনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আবদুল আজিম শাকিল বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমার চাচাও মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন। আমরা পারিবারিকভাবে দেশের জন্য উনার আত্মত্যাগকে গর্বের সাথে স্মরণ করি এবং গভীর শ্রদ্ধাভরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। উনাদের আত্মত্যাগের ফলাফলই আজকের বাংলাদেশ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য এ. কে. এম কামাল উদ্দিন, অভিভাবক সদস্য বেলাল হোসেন, আরিফ চৌধুরী ও মোঃ শফিকুর রহমান,
আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, তপন চন্দ্র মজুমদার, মো: মনোয়ার হোসেন, শাহানা আক্তার, নীলিমা চক্রবর্তী, মো. ওয়াহিদ্দুন্নবী, মোশারেফ হোসেন, সহকারী শিক্ষক মো: জহির উদ্দিন বাবর, সাথী রানী চৌধুরী, উম্মে কুলসুম, সুজন চন্দ্র পাল, প্রবোধ কুমার, নিয়াজ মাহমুদ সোহাগ ও মো: শফিকুল ইসলাম প্রমুখ।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.