লক্ষ্মীপুর জেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত।
শিক্ষা মন্ত্রণালয় নিদর্শনার আলোকে সারা দেশে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর জেলায় ২৪ এপ্রিল ২০২২ তারিখ উপজেলা পর্যায়ে বিজয়ীদেরকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মতিন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং মূল্যায়ন শেষে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
একজন শিক্ষার্থী বিদ্যালয় থেকে নির্বাচিত হওয়ায় পর উপজেলা / থানা পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিজয়ী হতে হয়। তারপর উপজেলা / থানা পর্যায়ে বিজয়ীদেকে নিয়ে প্রতিযোগিতা করে জেলা পর্যায়ে বিজয়ী নির্বাচন করা হয়। জেলা বিজয়ীদেরকে নিয়ে বিভাগীয় পর্যায়ে, বিভাগীয় বিজয়ীদের থেকে জাতীয় পর্যায়ে বিজয়ী করা হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বিকাশ বৃদ্ধি পাবে বলে অভিভাবকরা মতামত প্রকাশ করেন।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.