Header Ads



লক্ষ্মীপুরে মাধ্যমিক শিক্ষকদের ৬ দিনব্যাপী সিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত


লক্ষ্মীপুর জেলায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) কর্তৃক ছয় দিনব্যাপী ধারাবাহিক মূল্যায়ন (সিএ) প্রশিক্ষণ (৭ম ব্যাচ) অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে ২০২২ তারিখ শুরু হওয়া এ প্রশিক্ষণে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ মোট পাঁচ বিষয়ের মাধ্যমিক পর্যায়ের প্রায় দুই শতাধিক বিষয় ভিত্তিক   শিক্ষক অংশগ্রহণ করেন।
২২ মে (রোববার) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন।
এসনয় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সমন্বয়ক (ডিটিসি) সুপ্রতীম কুমার সরকার, প্রধান প্রশিক্ষক ও রামগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আশ শামস, বাংলা বিষয়ের মাষ্টার ট্রেইনার লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মোঃ মাকসুদ আলম, গণিত বিষয়ের মাষ্টার ট্রেইনার বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা সহ  বিষয়ভিত্তিক অন্যান্য মাষ্টার  ট্রেইনার।
জেলা শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ ধারাবাহিক মূল্যায়ন (সিএ) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে স্মরনিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিক্ষা সহায়ক নানান কর্মসূচী পালন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মতিন প্রশিক্ষনার্থী শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি শিক্ষকগণকে বিদ্যালয়ের প্রাপ্ত প্রশিক্ষণকে বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়। 

কোন মন্তব্য নেই

Please validate the captcha.

mrinalmsc. enot-poloskun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.