লক্ষ্মীপুরে মাধ্যমিক পর্যায়ের সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক শিক্ষকদের প্রশিক্ষণ।
লক্ষ্মীপুর জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষকগণের জন্য সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) কর্তৃক ছয় দিনব্যাপী সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ (৩য় ব্যাচ) অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে ২০২২ তারিখ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার বাংলা, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ব্যবসায় শিক্ষা বিষয়ের মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মতিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সমন্বয়ক (ডিটিসি) সুপ্রতীম কুমার সরকার, মাষ্টার ট্রেইনার সেলিম চৌধুরী, মৃণাল কান্তি সাহা, জাহাঙ্গীর আলম খন্দকার প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মতিন প্রশিক্ষনার্থী শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণ গ্রহণের পর বিদ্যালয়ে প্রয়োগ করতে অনুরোধ করেন।
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকে। জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে প্রশিক্ষণের ব্যবস্থাপনায় প্রশিক্ষনার্থীগণ সন্তোষজনক বলে মতামত প্রকাশ করেন। বিষয়ভিত্তিক শিক্ষকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এভাবে আরো প্রশিক্ষণ ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.