শিক্ষায় ও শিক্ষকদের নিবেদিত প্রাণ ডক্টর সাধন কুমার বিশ্বাস।
ডক্টর সাধন কুমার বিশ্বাস একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। শিক্ষকদের কাছে তিনি একজন বহুল পরিচিত মানুষ। দেশের মাধ্যমিক স্তরের শিক্ষকদের কাছে তিনি শ্রদ্ধার ও ভালোবাসার অপর নাম। দীর্ঘ কর্মময় জীবনে তিনি এদেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের জন্য অনেক অবদান রেখেছেন। আজও দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের কোনো শিক্ষক সমস্যা পড়লে সহযোগিতা ও পরামর্শের জন্য তাঁকে স্মরণ করেন এবং তিনিও তাঁর জ্ঞানের আলোয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। তিনি বর্তমানে এমপিও স্পেশালিষ্ট (ন্যাশনাল কনসালটেন্ট), সেসিপ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এ কাজ করে এই ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানের জন্য পরামর্শ প্রদান করে যাচ্ছেন। আজ এই মহান জীবন সংগ্রামী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর সাধন কুমার বিশ্বাস এর সংক্ষিপ্ত পরিচিত তুলে ধরা হলো।
ডক্টর সাধন কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা গ্রামে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিভিন্ন কারণে তাঁর পক্ষে নিয়মিতভাবে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। এসএসসি পাশের পরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশার মধ্য দিয়ে হাজার ১৯৭৩ সালে শুরু হয় তাঁর সংগ্রামী কর্মজীবন। শিক্ষার প্রতি অদম্য আগ্রহের কারণে তিনি চাকরিকালীন সময়ে অনিয়মিত প্রার্থী হিসেবে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক, খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ (নৈশ বিভাগ) থেকে স্নাতক এবং বহিরাগত প্রার্থী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে সি.ইন-এড, বিএড ও এমএড ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবনে অসাধারণ কৃতিত্বের জন্য "স্বর্ণপদক" একই সনে চাকরিজীবনে কৃতিত্বের জন্য নেপ, ময়মনসিংহ থেকে (শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার) হিসেবে "জাতীয় পুরস্কার" লাভ করেন।
তিনি ২০০৬ সালে "বাংলাদেশের শিক্ষানীতি ও শিক্ষাব্যবস্থা এবং জাতীয়তাবাদী আন্দোলন: ১৯৪৭-১৯৭১" শিরোনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, আঞ্চলিক উপপরিচালক এবং সবশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-এ উপ-পরিচালক (মাধ্যমিক) হিসেবে তিনি দীর্ঘ ৪১ বছর সরকারি চাকরিজীবন অতিবাহিত করেন। দেশ-বিদেশে শিক্ষা সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত অসংখ্য সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কোর্সে তিনি অংশগ্রহণ করেন। তিনি ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আরব আমিরাত, ইংল্যান্ড প্রভৃতি দেশ ভ্রমণ করেছেন। মাধ্যমিক শিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণ সম্পর্কিত কয়েকটি পুস্তকের তিনি রচয়িতা। বিভিন্ন সাহিত্য সামরিকী, গবেষণা পত্রিকা, প্রশিক্ষণ ম্যানুয়ালে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি শিক্ষামূলক গবেষণা ধর্মী প্রবন্ধ। "শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি ও নির্দেশনা", "শিক্ষা মনোবিজ্ঞান ও নির্দেশনা" শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি পুস্তক। প্রকাশের অপেক্ষায় রয়েছে তাঁর গবেষণাধর্মী পুস্তক। "বাংলাদেশের শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থা এবং ১৯৪৭-১৯৭১ সালে সংঘটিত জাতীয়তাবাদী আন্দোলন'সহ কয়েকটি পুস্তক। মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয়তার নিরিখেই তাঁর রচিত তাঁর সংকলনধর্মী পুস্তক "মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান (সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা) সংক্রান্ত পরিপত্র ও বিধিবিধান সমগ্র"। তাঁর দীর্ঘ জীবনসংগ্রামের তিনি প্রিয় সাথী "ভালো বই", "ভালো গান" আর "শিক্ষাসংক্রান্ত কাজ", যানিয়ে তিনি কাটাতে চান জীবনের অবশিষ্ট সময়। ব্যক্তিগত জীবনে তিনি একজন স্কাউটার এবং বাংলাদেশ স্কাউটস-এর একজন সরকারী লিডার ট্রেনার (এলটি)। প্রচার বিমূখ এই মানুষটি নীরবে-নিভৃতে কাজ করে যেতেই বেশি পছন্দ করেন।
সাংস্কৃতিক মনা এই মানুষটি খুব ভালো গান গাইতে পারেন।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.