মো. আবু তালেব এর অবসর জনিত বিদায় সংবর্ধনা
লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবু তালেব আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ আবসর (এলপিআর) গ্রহণ করছেন। তাই উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের শিক্ষক - কর্মচারী বিদায়ের ভারাক্রান্তে।
আজ বিকালে বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষক পরিবার ব্যানারে উনার অবসর জনিত বিদায় সংবর্ধনা এর আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা স্বাগত বক্তব্য দেন বাংগাখাঁ উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা, এছাড়া বক্তব্য প্রদান করে পালের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, মুনসুর আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, হাজী আমজাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দিঘলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু নোমান, দিঘলি উচ্চ বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক আবদুর রব হেলাল, সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক আবদুর রশিদ, চররুহিতা পাবলিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, রোকনপুর উচ্চ বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক নিমাই চন্দ্র নাথ, পালেরহাট উচ্চ বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক রিয়াজ খন্দকার, রাধাপুর উচ্চ বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুম বিল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. রুহুল আমিন, সিনিয়র শিক্ষক, খিলবাইছা জি এফ স্কুল এন্ড কলেজ। সঞ্চালন করেন লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূর হোসেন। অনুষ্ঠানে উনার সহধর্মিণী ময়িয়ম বেগম উপস্থিত ছিলেন।
মো. আবু তালেব ২০১৭ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, লক্ষ্মীপুর সদর হিসেবে যোগদান করার পর থেকে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছেন। সেজন্য উপস্থিত সকলে উনার কর্মময় জীবনের ভুয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন।
বিদায়ী শিক্ষা অফিসার তাঁর বক্তব্যে বলেন সকল প্রতিষ্ঠান উনাকে সার্বিক সহযোগিতা করার কারনে উনি উনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছেন তাই সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উনার ও উনার পরিবারের জন্য দোয়া কামনা করেন।
বক্তব্য প্রদানকারী শিক্ষকগণ উনার কাছ থেকে পাওয়া দিকনির্দেশনা ও সহযোগিতার কথা বার বার প্রকাশ করেন এবং ভবিষ্যতে ও বিদ্যালয় পরিচালনা করার ক্ষেত্রে উনাকে মনে রাখবেন এবং উনার সহযোগিতা পূর্বের ন্যায় প্রত্যাশা করেন।
কোন মন্তব্য নেই
Please validate the captcha.